চিত্রনায়িকা তানহা তাসনিয়া বছর শুরুতে ‘পার্টনার’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এটি ছিল তার প্রথম ওয়েব সিরিজ। সম্প্রতি নতুন আরেকটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন। এতে তিনি প্রথমবার অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছেন।
‘আলো ছায়ার কাব্য’ নামের ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সাঞ্জিদ খান প্রিন্স। ১৭ আগস্ট উত্তরায় এর শুটিং শুরু হয়েছে। সোমবার শুটিং চলছে গাজীপুরের একটি রিসোর্টে।
এ প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘‘সিনেমার অন্তরালের ঘটা নানা ঘটনাকে কেন্দ্র করে ‘আলো ছায়ার কাব্য’ নির্মিত হচ্ছে। এর গল্পে উঠে আসবে ক্যামেরার পেছনে নায়ক-নায়িকার প্রেমসহ শুটিং ইউনিটের কর্মকাণ্ড।
মিলন ও তানহা ছাড়াও ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করছেন আফ্রি সেলিনা, অ্যানি খান, আরফান আহমেদ, সাজু খাদেম, কাজী উজ্জ্বল, প্রাণ রায়, ইমু সিকদার, প্রিয়া আমান, বড়দা মিঠু, লুৎফর রহমান জর্জসহ অনেকে।
জানা যায়, খুব শিগগিরই ১৫ পর্বের ‘আলো ছায়ার কাব্য’ ওয়েব সিরিজটি ইউটিউবে প্রকাশ পাবে।
উল্লেখ্য; তানহা তাসনিয়া নায়ক নিরবের বিপরীতে ‘ভোলা তো যায় না তারে’ ছবির মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন। এরপর শাকিব খানের বিপরীতে শফিক হাসানের ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পায় তার। সবশেষ দর্শকপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ছবিতে কাজ করেন তিনি।
রোমান রায়