টুঙ্গিপাড়ায় নজরুল রাজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান অভিনেতা ও প্রযোজকক নজরুল রাজ। এ সময় তাকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ বেশ কজন মন্ত্রীর সঙ্গে দেখা যায়। নজরুল রাজ বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জে। সেই সুবাদে বঙ্গবন্ধুর শৈশব জড়ানো টুঙ্গিপাড়ার অলিগলি আমার চেনা। তাই আমি গর্ববোধ করি গোপালগঞ্জের সন্তান হিসেবে। কারণ বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে। আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই সবসময় শেখ হাসিনার সঙ্গেই আছি।’
এদিকে এবারের ঈদে নজরুল রাজ অভিনীত ৮ টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এছাড়া ও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়া থেকে ঈদে প্রায় অর্ধশত নাটক নির্মিত হয়েছে।
রোমান রায়