অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ঢাকাই ছবির অন্যতম নায়িকা জাকিয়া বারী মমর প্রথম হিন্দি চলচ্চিত্র ‘ম্যাক্স কি গান’ -এর শুটিং শুরু হয়েছে। চুক্তি স্বাক্ষরের ঠিক দুই বছরের মাথায় শুটিং শুরু হয়েছে ছবিটির।
‘শুক্রবার ১৬ আগস্ট থেকে ভুটানের বিভিন্ন লোকেশনে শুরু হলো ছবিটির শুটিং। যেখানে তাকে দেখা যাবে বিশেষ সিবিআই অফিসার চরিত্রে। নাম তার জাকিয়া খান।’ জানালেন মম।
ছবিটি নির্মাণ করছেন সামির খান। যিনি এর আগেও বাংলাদেশের শিল্পী নিয়ে কাজ করেছেন। নিরবকে নিয়ে তৈরি ছবিটির নাম ছিল ‘শয়তান’। ২০১৭ সালে ভারতের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভৌতিক ঘরানার ছোট বাজেটের ছবিটি।
একই বছর ৯ সেপ্টেম্বর ভারতের মুম্বাই গিয়ে সামির খানের নতুন ছবি ‘ম্যাক্স কি গান’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়ে সবাইকে চমকে দেন মম। যদিও তখন ছবিটির নাম ও ধরন প্রসঙ্গে জানাননি এই অভিনেত্রী।
তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ভুটান থেকে মম জানালেন, শুটিং শুরুর খবরটি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ছবিটির নাম ও প্রাথমিক পোস্টারও।
সেখান থেকে বললেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা এটি। লম্বা অপেক্ষা শেষে শুটিং শুরু হলো। আমি উচ্ছ্বসিত।’
ছবিতে দেখা যাবে একজন মৃত মানুষকে বাঁচিয়ে তোলার অবাস্তব চেষ্টা এবং সেটির বিপরীতে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেসটিগেশন, ভারত) অফিসার জাকিয়া খান (জাকিয়া বারী মম) মাঠে নামেন রহস্য উন্মোচনের জন্য।
এতে আরও অভিনয় করছেন তেলেগু-তামিল নায়িকা কবিতা রাধে শ্যাম, নিশাত পাণ্ডে, সোনম ম্যাক্স, অমিতা নাগিয়া প্রমুখ
রোমান রায়