বাংলাদেশের অন্যতম চিত্রনায়িকা আইরিন। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মধ্য দিয়ে আইরিনের শোবিজে যাত্রা শুরু হয়। এরপর দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। জানা যায়;আজ ৯ আগস্ট সন্ধ্যায় ‘সিঙ্গাপুর ন্যাশনাল ডে সেলিব্রেশন-২০১৯’ অনুষ্ঠানে বিদেশি শিল্পী হিসেবে পারফর্ম করেন তিনি। সিঙ্গাপুরের কোম্পানি রাদুগা প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানটি হয়েছে সেখানকার তোয়াস রিক্রিয়েশন সেন্টারে। সিঙ্গাপুরের স্থানীয় শিল্পীসহ বিদেশি শিল্পীরা অংশ নেন ওই জাতীয় দিবসের অনুষ্ঠানে। আইরিন বলেন, ‘মূলত এই অনুষ্ঠানটি করেছে সিঙ্গাপুর সরকার। একমাত্র আমিই ছিলাম বাংলাদেশি শিল্পী। সে দেশের সরকারি অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে ভীষণ ভালো লেগেছে। বাড়তি পাওনা হিসেবে বাঙালি দর্শকদেরও পেয়েছি। তারাও অনেক উপভোগ করেছে।’ মুক্তির অপেক্ষায় আছে আইরিন অভিনীত ‘রৌদ্রছায়া’, ‘গন্তব্য’ ও ‘পদ্মার প্রেম’ ছবিগুলো।
রোমান রায়