‘আমার বিশ্বাস’ মিউজিক্যাল ফিল্মে আসিফ

বছর জুড়ে অসংখ্য গান প্রকাশ পাচ্ছে আসিফের কণ্ঠে। নিজের কণ্ঠের একেকটা গানের মিউজিক ভিডিও ও মিউজিক ফিল্ম গুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে পারফর্ম করছেন আসিফ নিজেই। গায়ক আসিফ হাজির হচ্ছেন নায়ক আসিফ হয়ে। এই ধারাবাহিকতা অব্যাহত রেখেই ‘অর্ক মিউজিক স্টেশন’ এ প্রকাশ পেয়েছে ‘আমার বিশ্বাস’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম।
গাজীপুরের কালিয়াকৈরে একটি শুটিং বাড়িতে ‘আমার বিশ্বাস’ মিউজিক্যাল ফিল্মের দৃশ্যধারণ করা হয়েছে। জনপ্রিয় গীতিকার ইথুন বাবুর কথায় গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাস। মিউজিক্যাল ফিল্মটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন ফেরারী ফরহাদ। যথারীতি কণ্ঠের পাশাপাশি অভিনয় করেছেন আসিফ আকবর নিজেই।
আসিফ ছাড়াও এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নিমা রহমান, তানজিন তন্দ্রা, সুফিয়া সহ আরো অনেকে।
রোমান রায়