আসছে ঈদ। ঈদে রকমারি অনুষ্ঠানের মাঝে থাকছে নাটক, টেলিছবি। অনেক নির্মাতাই নাটক বানাচ্ছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এবারের ঈদে ছয়টি ফিকশন নিয়ে উপস্থিত হবেন জনপ্রিয় এ নির্মাতা। সিক্যুয়েল রয়েছে তিনটি। এক ঝলক দেখে নেয়া যাক কি কি আয়োজন থাকছে রাজ’র পক্ষ হতে।
শিশির বিন্দু (পার্ট ২) : অবয়ব সিদ্দিক মিডি’র রচনায় ‘শিশির বিন্দু’ গত ঈদে ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় আবার হাজির হচ্ছেন অপূর্ব ও তানজিন তিশা। নাটকটি প্রচারিত হবে বাংলাভিশন ও সিনেমাওয়ালা চ্যানেলে। ‘শিশির বিন্দু (পার্ট ২)’ নাটকের একটি দৃশ্যে অপূর্ব ও তানজিন তিশা
থ্যাংক ইউ: নির্মাতা রাজ’র রচনায় আফরান নিশো ও তানজিন তিশাকে নিয়ে নির্মিত হয়েছে ‘থ্যাংক ইউ’। নাটকটি দেখা যাবে আরটিভি ও সিডি চয়েজ ইউটিউব চ্যানেলে।
আনফিট (এ জার্নি বাই লাভ): অপূর্ব, ইরেশ যাকের ও অর্ষা অভিনয় করেছেন এ নাটকে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এটিএন বাংলা ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাবে এ নাটকটি।
‘আনফিট (এ জার্নি বাই লাভ)’ নাটকের একটি দৃশ্যে অর্ষা ও ইরেশ যাকের
ইনায়াত : এ নাটকটিরও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান, গল্প রাজ’র। মূল চরিত্রে দেখা যাবে আফরান নিশো, মেহজাবিনকে। নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে বাংলাভিশন ও সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
মুনিরা মিঠু, তানজিন তিশা ও আফরান নিশো ‘থ্যাংক ইউ’ নাটকের একটি দৃশ্যে
বুক ভরা ভালোবাসা ২ : গত ঈদে রাজ’র আরেকটি নাটক দর্শক সাদরে গ্রহণ করেছিল। যেটির নাম ছিল ‘বুক ভরা ভালোবাসা’। শবনম ফারিয়া ও তৌসিফ মাহবুবের মধ্যবিত্ত জীবনের গল্প যেন সমাজের প্রতিচ্ছবি। তাই আরো একবার আসাদ জামানের চিত্রনাট্যে দর্শক দেখবে ‘বুক ভরা ভালোবাসা’, এবার দ্বিতীয় পর্ব। চ্যানেল আইতে প্রচারিত হবে এ নাটক, পরবর্তীতে তাদের ইউটিউব চ্যানেলেও নাটকটি প্রকাশ করা হবে।
শবনম ফারিয়া ও তৌসিফ মাহবুবকে দেখা যাবে এবারও, ‘বুক ভরা ভালোবাসা ২’ নাটকে
ক্রেজি লাভার ২: এটিও সিক্যুয়েল। প্রথম পর্ব দর্শক পছন্দ করেছিল বলেই দ্বিতীয় পর্ব নির্মাণ করলেন রাজ। এটিতে অভিনয় করেছেন তানজিন তিশা ও আফরান নিশো। নাটকটি দেখা যাবে গানছবি ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, এ বছরের শুরুর দিকে রাজ দর্শককে উপহার দিয়েছিলেন পারিবারিক গল্পের সিনেমা ‘যদি একদিন’।
রোমান রায়