সৌম্য দর্শন রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক আরমান। সবাই তাকে আরমান নামেই চেনেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজপথ কাঁপানো লড়াকু নেতা আরমান। রাজনীতির মঞ্চের এই জনপ্রিয় যুবনেতা এখন দেশীয় চলচ্চিত্রের প্রযোজক। প্রতিষ্ঠা করেছেন দেশ বাংলা মাল্টিমিডিয়া নামের একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। এনামুল হক আরমান প্রযোজিত দেশ বাংলা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র “মনের মতো মানুষ পাইলাম না” ছবিটি আসন্ন ঈদে ঢাকা সহ সারাদেশে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। রোম্যান্টিক, পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক বক্তব্য নির্ভর এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দেশীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় এবং নাম্বার ওয়ান জুটি শাকিব খান ও বুবলী। সম্প্রতি এনামুল হক আরমানের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। অন্তরঙ্গ আলাপচারিতায় চলচ্চিত্র প্রযোজনায় আসা প্রসঙ্গে এবং “মনের মতো মানুষ পাইলাম না” ছবিটি নিয়ে অনেক না বলা কথা বলেছেন।
এনামুল হক আরমান – নেতা থেকে প্রযোজক শুরুতেই চলচ্চিত্র প্রযোজনায় আসা প্রসঙ্গে অত্যন্ত মৃদুভাষী মিষ্টি হাসির মানুষ এনামুল হক আরমান বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিল্পী বান্ধব ব্যক্তিত্ব। তিনি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শিল্পীদের পাশে আছেন মাতৃত্ব সুলভ ভালোবাসা নিয়ে। তিনি চলচ্চিত্রের উন্নয়ণ চান। দেশের প্রত্যেক জেলা – উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন। আমি যেহেতু আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ও শিল্পী বান্ধব মনোভাবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে চলচ্চিত্র প্রযোজনায় এসেছি।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, চলচ্চিত্র হলো সমাজের আয়না। আমি মনে করি চলচ্চিত্রের মাধ্যমে দেশের মানুষকে বিনোদন দেওয়াটাও এক ধরনের দেশ সেবা, দেশের মানুষের পাশে থাকা। বলতে পারেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে আমার যে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কমিটমেন্ট রয়েছে সেটা পালনের জন্যেই চলচ্চিত্র নির্মাণের সঙ্গে নিজেকে জড়িয়ে নেওয়া।
এনামুল হক আরমান বলেন, আমার চলচ্চিত্র প্রযোজনায় আসার আরও একটি কারণ আছে। “মনের মতো মানুষ পাইলাম না” ছবির পরিচালক জাকির হোসেন রাজু আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সে সুস্থধারার বিনোদন নির্ভর চলচ্চিত্রের নামী পরিচালক। বেশকিছু দিন ধরে ওর হাতে ছবি নেই। বলতে পারেন, বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকার আন্তরিক টান থেকেও আমার নেতা থেকে প্রযোজক হয়ে উঠার আরেকটি কারণ।
“মনের মতো মানুষ পাইলাম না” ছবিটি প্রসঙ্গে হাসিখুশি এই মানুষটি বলেন, জাকির হোসেন রাজু চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছে। ছবিতে প্রেম আছে। কমেডি আছি। পারিবারিক ও সামাজিক নাটকীয়তা আছে। সেই সঙ্গে আছে দেশপ্রেমের কথা, দেশকে ভালোবাসার কথা। আছে চমৎকার কিছু গান। সেই সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন দেশের সেরা জুটি। সব মিলিয়ে ঈদের জন্যে এটি একটি চমৎকার বিনোদনমূলক ছবি। প্রায় দেড় শতাধিক সিনেমা হলে এটি মুক্তি পাচ্ছে। আমার বিশ্বাস ছবিটি ভালো চলবে। আশা রাখছি প্রথম ছবির মাধ্যমেই দেশ বাংলা মাল্টিমিডিয়া সফল হবে।
রোমান রায়