বেঁচে থাকার মতো একটি গান ‘দেবদাস’: আসিফ

নিয়মিয়তই গান প্রকাশ পাচ্ছে আসিফের কণ্ঠে। নিজের কণ্ঠের একেকটা গানে ভিন্ন ভিন্ন চরিত্রে ভিডিওতে পারফর্ম করছেন আসিফ নিজেই। গায়ক আসিফ হাজির হচ্ছেন নায়ক আসিফ হয়ে। এই ধারাবাহিকতা অব্যাহত রেখেই প্রকাশ পাচ্ছে তার একের পর এক গান-ভিডিও।
এবার ‘দেবদাস’ শিরোনামের গান-ভিডিও নিয়ে হাজির হচ্ছেন আসিফ। গানের কথা লিখেছেন রাজিব আহমেদ। সুর-সঙ্গীতায়োজনে শাহরিয়ার রাফাত।
ফেসবুকে আসিফ ‘দেবদাস’ গানের শুটিং স্পট থেকে একটি ছবি পোস্ট করেছেন। তার গেটাপ দেখে অনেকে হয়তো গুলিয়ে ফেলছেন, এটা কী তাহলে শরৎচন্দ্রের বিখ্যাত চরিত্র দেবদাসের আদলে নির্মিত কোন মিউজিক ভিডিও? মোটেও না। গানের শিরোনাম ‘দেবদাস’ । এই গানে আসিফ তার প্রিয়াকে এমনভাবে ভালোবাসতে বলেছেন, যা দেখে দেবদাস অবাক হবে আর হাসবে।
আসিফ গানের ভিডিওতে চরিত্রের প্রয়োজনে দু’একটি দৃশ্যে অনেকটা ‘দেবদাস’র আদলে গেটাপ নিয়েছেন আসিফ। এমনটাই জানালেন, নির্মাতা চন্দন রায় চৌধুরী। এই গানের ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে দেখা যাবে নাফিসা কামাল ঝুমুরকে।
গান-ভিডিও ‘দেবদাস’ প্রসঙ্গে আসিফ বলেন, ‘ভালো গান। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। এককথায়, এটি চিরকাল বেঁচে থাকার মতো একটি গান।’
শনিবার ১০ আগস্ট ঈদুল আজহা উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘দেবদাস’।
রোমান রায়