আগস্টের প্রথম রবিবার। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বন্ধু একটি আস্থার নাম। নির্ভরতার নাম। বন্ধু এমনই একজন, যার সঙ্গে ভাগ করা যায় মনের সব অনুভূতি। বিপদে-আপদে বন্ধুই প্রথম ছুটে আসে। বন্ধুর কাছেই খুলে বলা যায় মনের সব কথা। জীবনের প্রয়োজনেই মানুষ বন্ধু খুঁজে নেয়। বন্ধু ছাড়া আমাদের একটা মুহূর্তও কাটে না।
বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে চমৎকার একটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘ও বন্ধু, বন্ধু গো আমার’ শিরোনামের গানটির সুর করেছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল খালিদ বলেন, একটি সুস্থ ও সুন্দর জীবনের জন্য বন্ধুর গুরুত্ব অপরিসীম। জীবনের বিভিন্ন ধাপে বন্ধুত্ব হতে পারে। তবে ছোট্টবেলার বন্ধুত্বই দীর্ঘস্থায়ী হয় বেশি। বন্ধু ছাড়া মানুষ একাকিত্বে ভোগে। প্রতিটি মানুষেরই বন্ধুত্বের প্রয়োজন। বন্ধুকে কাছে পেলে আমরা ভুলি মনের যন্ত্রণা, জীবনের সব কষ্ট। বন্ধুদের সঙ্গে মেতে উঠি জীবনের আনন্দে।
‘ও বন্ধু, বন্ধু গো আমার’ গানের কথায় বন্ধুত্বের জয়গান গাওয়া হয়েছে। আশা করছি শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য হবে।
উল্লেখ্য, মাহবুবুল খালিদের লেখা দিবসভিত্তিক অসংখ্য গান রয়েছে।
মানবিকতার আবেদনে ভরপুর তার কবিতা ও গানে পাওয়া যায় মানুষের সমস্যা, কষ্ট, সম্ভাবনা, সমাজসচেতনতা, সব ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসব ইত্যাদি মানবকল্যাণমূলক বিষয়।
রোমান রায়