কাঠুরিয়ার মেয়ে আইরিন

মিষ্টি মেয়ে খ্যাত চিত্রনায়িকা আইরিন সুলতানা। এ বছর বেশ কিছু ছবিতে কাজ করলেও কোনোটাই মুক্তি পায়নি। তবে আইরিনের এ বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘আকাশ মহল’। আকাশ মহল’ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এ ছবিতে কাঠুরিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আইরিন। ফোক-ফ্যান্টাসি কাহিনি নির্ভর এই চলচ্চিত্রর শুটিং হয়েছে এফডিসিসহ রাজধানীর বেশ কয়েকটি লোকেশনে। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্মস।
রোমান রায়