‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফাতেমা তুজ জাহারা মিতু। এ প্রতিযোগিতা তাকে সবার কাছে পরিচিত করে। পরে বেশকিছু নাটকে ও মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি।
তবে ছোট পর্দায় খেলা বিষয়ক নানা অনুষ্ঠান ও টকশো উপস্থাপনা করে প্রশংসিত হন। আসেন আলোচনায়। উপস্থাপিকা হিসেবে যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন তখন পেয়ে গেলেন শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিনি। সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ছবির মহরত হয়। ছবিটির সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে ক্যারিয়ারের নানা দিক তুলে ধরেছেন মিতু।
রোমান রায়