ডেঙ্গু ও গুজব সচেতনতায় রাস্তায় শিল্পীরা

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর ও গুজব প্রতিরোধে মানববন্ধন ও র‌্যালী করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মঙ্গলবার ৩০ জুলাই দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনের রাস্তায় এই মানববন্ধন হয়। এটি যৌথভাবে আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি ও ডিএমপি।
এই প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, দেশে চলমান বিভিন্ন গুজব, গণপিটুনিতে মানুষ হত্যা এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধে আমাদের এই আয়োজন। শিল্পীরা জাতির বিবেক। তাই বিবেকের তাড়নায় মাঠে নেমে মানুষদের সচেতন করতে চাই আমরা। গুজব প্রতিরোধে পুলিশের সাহায্য নিতে পারি আমরা।
এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, খোরশেদ আলম খসরু, শহীদুল আলম সাচ্চু, খালেদা আক্তার কল্পনা, অঞ্জনা, রোজিনা, জায়েদ খান, নিরব, কেয়া, নাসরিন, পলি আমান খান, সাঞ্জু জন, জয় চৌধুরী, বিপাশা কবির, মৌমিতা, রুমানা নীড়, ডিএমপি পুলিশ ও তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তারা।
রোমান রায়