চলচ্চিত্রের সুদিন শুরু হয়েছে : শাকিব খান

বাংলা সিনেমার সুপারস্টার, প্রায় একযুগের বেশী সময় ধরে বাংলা সিনেমায় চলছে তাঁর রাজত্ব। ইতোমধ্যে তিনি প্রায় দুই শতাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন। যার কথা বলা হচ্ছিল তিনি আর কেউ নয়,তিনি হলেন কিং খান শাকিব খান। তাঁর প্রতিটি সিনেমায় প্রায় খুব জাঁকজমক ভাবেই মহরত অনুষ্ঠান হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আগুন ছবির মহরত অনুষ্ঠানে তিনি অন্যরকম অনুভূতি প্রকাশ করলেন। এই ছবির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁকে কাছে পেয়ে শাকিব খান তাঁর বক্তব্য প্রদান কালে বলেন, আমি তাঁর ফ্যান। তাঁর কথার ফ্যান। তিনি অনেক চমৎকার করে কথা বলেন। যার কথা বলছি উনি ওবায়দুল কাদের স্যার। উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান আরো বলেন, আমি যেদিনই শুনেছি ওবায়দুল কাদের স্যার মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেদিন থেকে আমি এক্সাইটেড। কারণ উনি একজন সফল মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশের সকল মানুষের মনে উনি জায়গা করে নিয়েছেন। কীভাবে জায়গা করেছেন এই ব্যাখ্যা দিয়ে শাকিব খান বলেন, ওবায়দুল কাদের স্যার কিছুদিন আগে অসুস্থ ছিলেন। দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন। মসজিদ মাদ্রাসায় তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন মানুষ। আসলেই তিনি আমার এবং আমাদের প্রাণের মানুষ।
বক্তব্য দেওয়ার সময় চলচ্চিত্রের ভালো দিন আসছে উল্লেখ করে শাকিব খান বলেন, অনেকেই বলে থাকেন চলচ্চিত্রের দিন ফুরিয়ে যাচ্ছে। এটা নেই ওটা নেই শুনি। কিন্তু গত ঈদে আমার ‘পাসওয়ার্ড’ সিনেমাটি এত ব্যবসাসফল হয়েছে সবাই ভালো সিনেমা তৈরিতে সাহস পেয়েছেন। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি’তে এখন একসাথে অনেকগুলো সিনেমার কাজ শুরু হয়েছে। আমাদের চলচ্চিত্রের সুদিন শুরু হয়ে গেছে। এমন এক সময় আসবে যখন আমরা দেশে বসে ইন্টারন্যাশনাল মানের সিনেমা নিয়মিত তৈরি করবো।
রোমান রায়