এক সপ্তাহ পরেই সিনেমার খবর দিবো: নিরব

ফেরদৌসের পর দ্বিতীয় বাংলাদেশি নায়ক হিসেবে বলিউডে কাজ করেছেন নিরব হোসেন। ২০১৭ সালে তার অভিনীত ‘শয়তান’ সিনেমাটি সাড়া না ফেললেও এ বছর মালয়েশিয়ান ‘বাংলাশিয়া’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। দেশটির অন্যতম ব্যবসাসফল সিনেমা হয়েছে নিরব অভিনীত সিনেমাটি।
সম্প্রতি দেশে মুক্তি পেয়েছে নিরব অভিনীত ‘আব্বাস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হৃদয়জুড়ে’। ‘এই শহরে ২০ বছর ঘুমায় না আব্বাস’। কিন্তু মুক্তির ৩ সপ্তাহে কি ‘আব্বাস’ ঘুমিয়ে গেল?

দেশে কিছুটা ঘুমিয়ে গেলেও ‘আব্বাস’ এখন দেশের বাইরে মুক্তি দেওয়ার প্ল্যানিং চলছে। আমেরিকা, আয়ারল্যান্ড ও দুবাই এই ৩ দেশে মুক্তির পাচ্ছে। আর ওমান, ইংল্যান্ড, কানাডা, মালয়েশিয়াতে মুক্তির ব্যাপারে কথা হচ্ছে।
আপনার সিনেমার মুক্তির ১ সপ্তাহ পরই দেশে চলচ্চিত্র সংকট দেখিয়ে পর পর ৩ সপ্তাহে ৩টি কলকাতার সিনেমা মুক্তি দেওয়া হল। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেন কিনা?
দেখুন প্রথম সপ্তাহে সিনেমা চলার পর একটা সিনেমা সংশ্লিষ্ট সবারই কিছু পরিকল্পনা থাকে সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বা তার পরের সপ্তাহে কিভাবে চলবে সেটা নিয়ে। আমদেরও তেমন পরিকল্পনা ছিল। আর ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তের ব্যাপারটা প্রযোজক ভাল বলতে পারবে। তবে আমার দিকে থেকে ‘আব্বাস’ সফল।
সিনেমা মুক্তির পর সিনেমা সংশ্লিষ্ট অনেকেই প্রশংসা করেছে। বলেছেন যেন সিনেমা মনযোগী হয়ে এমন আরও কাজ করি। আব্বাসের সফলতার নতুন কাজের প্রস্তাব আসছে। আজ ফেসবুকে দেখলাম এক দর্শক বন্ধুকে হুইল চেয়ারে নিয়ে সিনেমা দেখেছে। এর চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে। এছাড়া দর্শকরা যে ভালোবাসা আর সমর্থন দেখিয়েছে তা অতুলনীয়। ‘হৃদয়জুড়ে’ সিনেমার ডাবিং শেষ করলাম। নতুন বেশ কয়েকটি সিনেমার কথা চলছে। এই সপ্তাহে একটি মিটিং হওয়ার কথা রয়েছে। যদি সবকিছু ফাইনাল হয় তবে এক সপ্তাহ পরেই নতুন সিনেমার খবর দিবো।
রোমান রায়