শাহাদত চৌধুরী। কী পরিচয় দেব তাঁর। একজন মুক্তিযোদ্ধা। একজন স্বপ্নদ্রষ্টা। একজন সাংবাদিক। একজন সম্পাদক। একজন শিল্পী যিনি অনেক বিখ্যাত ও জনপ্রিয় গ্রন্থের প্রচ্ছদ করেছেন। একজন দিক নির্দেশক। না, কিছুই বলার দরকার নাই। আমার মনে হয়, তাঁর নামটিই যথেষ্ট। সাপ্তাহিক সিনেমা ও দৈনিক বাংলার বানী’র বিনোদন বিভাগে স্টাফ রিপোর্টার হিসেবে চাকরি করার সময়, বন্ধু ইমরুল শাহেদের কথায় “আনন্দ বিচিত্রা’য় কলাম লিখতাম আমি। দীর্ঘ ৬ বছর নিয়মিত কাজ করেছি সেখানে। তখনই তাঁর সান্নিধ্য পাওয়া, পরামর্শ পাওয়া। ও উপদেশ পাওয়া। নিয়মিত কলামটি ছাড়াও দিয়েছেন বিশেষ কিছু প্রতিবেদনের কাজও। শিখিয়েছেন। তিনি আমার শিক্ষকও। আজ তাঁর জন্মদিন। ১৯৪৩ সালের ২৮ জুলাই, সিংহ রাশিতে এই সিংহ পুরুষ জন্মগ্রহণ করেন। শাহাদত ভাই এর জন্মদিনে আমার শ্রদ্ধা ও ভালোবাসা।
মুজতবা সউদ