ঢাকাই ছবির তরুণ নির্মাতা রায়হান রাফী ‘পোড়ামন টু’ ও ‘দহন’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর নির্মিত করতে যাচ্ছেন এই ছবিটি। এটি প্রযোজনা করবেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসাইন। ফ্যাশন দুনিয়ার নানা বিষয় নিয়ে নির্মিত হবে সিনেমাটি।
সম্প্রতি ছবিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন পিয়া জান্নাতুল। বিষয়টি নিশ্চিত করেন মডেল নিজেই।
পিয়া জান্নাতুল বলেন, ছবির গল্পটি গ্ল্যামার ওয়ার্ল্ড কেন্দ্রিক। এই জায়গাটাতে যারা কাজ করে তাদের একটা জার্নি আছে। আমি নিজেও এখানেরই একজন। এরকম গল্প নিয়ে বাহিরের দেশে সিনেমা হয়। আমাদের দেশেও এখন ভাল সিনেমা হচ্ছে। আমার কাছে গল্পটি ভালো লেগেছে। তাছাড়া রায়হান রাফী মেধাবী একজন নির্মাতা। তার পরিচালিত দুটি সিনেমাই ব্যবসাসফল ছিল। সবমিলিয়ে আশাকরছি ভালোকিছু হবে।
আগামী আগস্ট মাস থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। এই ছবিতে তিন জোড়া নায়ক–নায়িকা থাকবেন বলে নির্মাতা সূত্রে জানা যায়।
রোমান রায়