বাংলাদেশে অঙ্কুশ-ফারিয়ার ‘বিবাহ অভিযান’

আগামী শুক্রবার (২৬ জুলাই) সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে অঙ্কুশ হাজরা ও নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান’।বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম।
আবুল কালাম বলেন, ‘আগামী ২৬ তারিখ শুক্রবার আমরা সারা দেশে ছবিটি মুক্তি দিচ্ছি। এরই মধ্যে আমরা ছবিটি মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এই ছবির মধ্য দিয়ে আবারও দর্শকদের সামনে আসবেন আমাদের দেশের নায়িকা নুসরাত ফারিয়া। আমাদের দেশে তাঁর আলাদা দর্শক রয়েছে। তাছাড়া ওপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশেরও অনেক দর্শক আছে এদেশে। আশা করি, সবাই ছবিটি পছন্দ করবেন।’তিনি আরো বলেন, ‘আমাদের দেশে কলকাতার ছবির সিনেমা হলে দর্শক একটু কম দেখেন, কারণ এত দিন আমাদের দেশে কলকাতার পুরাতন ছবি মুক্তি পেয়েছে। এই ছবিটি কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে। যে কারণে ছবিটি একেবারেই নতুন। নতুন কলকাতার ছবির প্রতি দর্শকদের আগ্রহ রয়েছে।’
নুসরাত ফারিয়া ‘বিবাহ অভিযান’ ছবিতে দ্বিতীয়বারের মতো অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারিয়া। নুসরাত ফারিয়া-অঙ্কুশ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। ছবিটি পরিচালনা করেছেন বিরশা দাশগুপ্ত।