শোবিজ মিডিয়ার উঠতি তারকা তানজিন তন্দ্রা চলচ্চিত্রের পাশাপাশি আবার ব্যস্ত হয়ে উঠছেন টিভি মিডিয়ায়। যদিও তিনি টেলিভিশন মিডিয়ায় অনবদ্য কাজের সুফল স্বরূপ চলচ্চিত্রের নায়িকা হয়েছেন।
উঠতি তারকা তানজিন তন্দ্রা মাঝখানে ছোট একটি বিরতি নিয়েছিলেন টিভি নাটকে অভিনয়ে। সম্প্রতি এটিএন বাংলায় প্রচার চলতি “নীড় খোঁজে গাঙচিল” ডেইলি সোপে অভিনয় করেছেন নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল। যদিও চলচ্চিত্রে নায়িকা হওয়ার আগে বিশিষ্ট নাট্য নির্মাতা মোহন খান রচিত পরিচালিত এই ডেইলি সোপে নিয়মিত অভিনয় করতেন তানজিন তন্দ্রা। কিন্তু চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততার কারণে মাঝখানে কিছুদিন এই নাটকে তিনি অনুপস্থিত ছিলেন।
প্রতিবেদককে তানজিন তন্দ্রা জানান, কিছুদিন আগে তিনি মিজানুর রহমান মিজান পরিচালিত “তোলপাড়” এবং এ কে সোহেল পরিচালিত ” হৃদয়ে আমার বাংলাদেশ” নামের দুটি চলচ্চিত্রে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। তন্দ্রা জানান, সম্প্রতি তিনি একটি মিউজিক্যাল ফিল্ম এ অভিনয় করছেন।
জানা গেছে, ছয় মিনিটের এই মিউজিক্যাল ফিল্মের নাম “আমার বিশ্বাস”। এটি সুপার স্টার গায়ক আসিফ আকবরের গাওয়া “আমার বিশ্বাস” গান অবলম্বনে নির্মিত হয়েছে। এটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ফেরারী ফরহাদ।
“আমার বিশ্বাস” মিউজিক্যাল ফিল্ম এর কাহিনী গড়ে উঠেছে একজন রাজকুমার ও রাজ পরিবারের একজন ধোপার মেয়ের মধ্যে গড়ে উঠা অসম প্রেম নিয়ে। রাজকুমার চরিত্রে অভিনয় করেছেন গায়ক আসিফ আকবর। আর ধোপানির চরিত্রে অভিনয় করেছেন তানজিন তন্দ্রা। আর রাজমাতার চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী নিমা রহমান।
“আমার বিশ্বাস” মিউজিক্যাল ফিল্ম এর চূড়ান্ত কাহিনী সম্পর্কে তানজিন তন্দ্রা জানান, এতে রাজমাতার সাজানো চক্রান্তে তানজিন তন্দ্রাকে অসতী প্রমাণ করে রাজকুমার আসিফ আকবর কর্তৃক প্রহার করা হয়। এক পর্যায়ে তন্দ্রা মারা যান। প্রেমিকা তন্দ্রার শোকে আসিফ প্রায় উন্মাদ হয়ে যায়। এক পর্যায়ে আসিফও পৃথিবীর মায়া ত্যাগ করে – এমন করুন পরিণতিতে শেষ হয় “আমার বিশ্বাস” এর কাহিনী।
তানজিন তন্দ্রা বলেন, দারুন একটি কাজ হয়েছে এটি। ছয় মিনিট ব্যাপ্তির এই মিউজিক্যাল ফিল্মের শুটিং হয়েছে টানা তিনদিন। আর শুটিং হয়েছে কালিয়াকৈরের শ্রিফলতলি জমিদার বাড়িতে। এটি দারুন একটি কাজ হয়েছে। এটি দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। উল্লেখ, “আমার বিশ্বাস” মিউজিক্যাল ফিল্ম এর চিত্রগ্রহণ করেছেন লিটন হাওলাদার।
রোমান রায়