ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা সূচনা আজাদ অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘আব্বাস’ মুক্তি পেয়েছে শুক্রবার। সারাদেশের প্রায় ৩৭টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। সূচনা আজাদের বিপরীতে অভিনয় করেছেন নিরব ও সোহানা সাবা।
মুক্তির দিন ঢাকার অভিসার,চম্পাকলি,নিউ গুলশানসহ বেশ কয়েকটি সিনেমা হল পরিদর্শন করেছেন এই নায়িকা। প্রথমদিনেই দর্শকমহলে সাড়া ফেলেছে ‘আব্বাস’ ছবিটি। আর ছবির নির্মাণ, গান, নায়ক ও নায়িকার অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।
ক্যারিয়ারের প্রথম ছবির মাধ্যমেই দর্শকের কাছে প্রশংসিত হয়ে নায়িকা সূচনা ও বেশ আনন্দিত। তিনি বললেন, প্রথম ছবি মুক্তি পাচ্ছে একটা ভয় কাজ করছিল। কিন্তু সিনেমা হলে আমি দর্শকের সঙ্গে কথা বলেছি তারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এছাড়া যখন লুকিয়ে সিনেমা দেখছিলাম অনেকের কাছেই প্রশংসা শুনেছি।
সূচনা আরও বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমেও পরিচিতজনের শুভেচ্ছা। পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গুণী মানুষের ফোনও পেয়েছি। তারা আমার জন্য দোয়া করেছেন। সামনে অনেক ভালো করবো বলে আশাবাদ জানিয়েছেন। আমি নতুন অনেক কিছু শেখার বাকি। আগামীদিনে চেষ্টা করবো নিজেকে আরও সুন্দরভাবে অভিনয়ে দর্শকের সামনে উপস্থাপন করতে। দর্শকের উদ্দেশে এই নায়িকা বলেন,’আব্বাস’ ছবিটি হলে গিয়ে দেখবেন। এরপর ভালো মন্দের বিচার করবেন। আমরা চেষ্টা করেছি একটি ভালো সুস্থধারার চলচ্চিত্র উপহার দেয়ার। ছবি দেখে আপনাদের মন্তব্য জানান।
রোমান রায়