নতুন রূপে নজরুল রাজ-মিম

ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বিয়ে হবে’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নজরুল রাজ, নাদিয়া মিম ও মিশু সাব্বির। এস সিরাজী রচনায় এই নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা স্বাধীন ফুয়াদ।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে ‘বিয়ে হবে’ নাটকটির শুটিং শেষ হয়েছে। এই নাটকটি প্রযোজনা করেছে রাজ মাল্টিমিডিয়া। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নজরুল রাজ।
নাটকটিতে দেখা যাবে, নজরুল রাজ একজন সৎ নির্ভিক পুলিশ অফিসার হিসেবে। নজরুল রাজ ব্যস্ততার কারণে বিয়েতে বসতে না পারায়, মিশু সাব্বির কে মারধর দিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয়। নাটকটিতে অভিনেত্রী নাদিয়া মিম ও মিশু সাব্বির কে নিয়ে ইতি টানা হয়।
এ প্রসঙ্গে অভিনেতা নজরুল রাজ বলেন, ‘এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করলাম। আমার চরিত্রটি এককথায় অসাধারণ। আশা করি, সবাই আমার চরিত্রটিকে পছন্দ করবে। এই নাটকটি দর্শকদের অবশ্যই মন কেড়ে নিবে, পাশাপাশি দর্শকদের চাহিদা মতো নাটক বাজারে নিয়ে আসার চেষ্টা করছি।’
প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা যায়, আসছে ঈদুল আযহার দিন একুশে টিভিতে রাত সাড়ে ৮ টায় প্রচার হবে নাটকটি। এছাড়া এবারের ঈদকে সামনে রেখে রাজ মাল্টিমিডিয়া থেকে ৫২টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।
রোমান রায়