লাক্স সুপার স্টার নির্বাচিত হয়ে শোবিজ মিডিয়ার চৌকাঠে পা রেখেছিলেন নিশাত জেরিন। মিডিয়ায় তার পরিচিতি অরিন নামে। লাক্স সুপার স্টার হিসেবে অরিন শুরুতে প্রয়াত রাজ্জাক এর টেলিফিল্মে সম্রাটের নায়িকা চরিত্রে অভিনয় করেন। একটি ব্যাংকে কিছুদিন কাজ করেন এবং মিডিয়ার মায়া ভুলতে না পেরে ২০১৫ সালে নিজের স্বপ্নের মাধ্যমে ফিরেন আসেন। এবার তিনি সরাসরি সিনেমার নায়িকা। ছবির নাম ছিন্নমূল। পরিচালক কাজী হায়াৎ। এটিএন প্রযোজিত ও ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অরিনের নায়ক কাজী মারুফ। পরবর্তীতে তিনি অভিনয় করেন বিধ্বস্ত, আমার সিদ্ধান্ত, সংসার এবং মাতাল ছবিতে। আসন্ন ঈদে ঢাকা সহ সারাদেশে শাহীন সুমন পরিচালিত মাতাল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে তার নায়ক শিপন মিত্র।
বর্তমানে কলকাতার ছবি নিয়ে তিনি দারুন ব্যস্ততায় আছেন। ইতোমধ্যে ওখানকার পাঁচটি ছবিতে অভিনয় করছেন অরিন।
স¤প্রতি অরিন অভিনীত দেশীয় চলচ্চিত্র নাম ‘ বেগম জান’।
এ প্রসঙ্গে অরিন বলেন, এ ছবিতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। সমাজ সচেতনতা বিষয়ক নানা বিষয় রয়েছে এ ছবির কাহিনীতে। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সাইফ খান।আরো আছেন ইমন, শিরিন শিলা, অভি প্রমুখ।
রোমান রায়