হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের অভিষেক অনুষ্ঠান। গতকাল বিকেল ৪টায় একাডেমির চিত্রশালায় শিল্পীদের সম্মিলিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনা দিয়ে এ আয়োজন শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বালন পর্ব। এদিন কমিটির নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপদেষ্টা কমিটির তিন সদস্য নাট্যজন মামুনুর রশীদ, আফরোজা বানু ও কেএস ফিরোজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি নির্বাচিত সদস্যরা তাদের পরিকল্পনার কথা জানান। অভিনয়শিল্পী সংঘের এবারের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ শুরু থেকেই গতিশীল ছিল। আগে যারা কমিটিতে ছিলেন তারাও নিবেদিতভাবে কাজ করেছেন। শিল্পী ও পেশার নিরাপত্তা থেকে শুরু করে তহবিল সংগ্রহ, উৎসব ভাতা প্রদান, বেকার ও বয়োজ্যেষ্ঠ শিল্পীদের পাশে থাকতে বিভিন্ন ধরনের কাজ করেছেন। আমি এবং এবার যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই শিল্পীস্বার্থ রক্ষায় কাজ করে যাব- এই প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি রক্ষায় যত কিছু করা সম্ভব সবই করব।’
সভাপতির পাশাপাশি সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের কণ্ঠেও একইরকম আশার কথা শোনা যায়। তিনি বলেন, ‘শিল্পীস্বার্থ রক্ষার জন্য অভিনয়শিল্পী সংঘ বিভিন্ন উদ্যোগ নেবে। আমাদের একাত্মতাই শিল্পীদের পেশাদারি নিশ্চয়তা এবং ভবিষ্যতের চলার পথ মসৃণ করবে বলেই আশা করছি। যে পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি, তার সঠিক বাস্তবায়ন হবে- এই বিশ্বাস আমাদের সবার।’
গত ২১ জুন শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভিনয়শিল্পী সংঘের ২০১৯-২০২১ দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচন। ওই দিন রাত ৮টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন তারকাশিল্পী শহীদুজ্জামান সেলিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেতা তুষার খান ও মোহাম্মাদ মিজানুর রহমান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত অভিনেতা আহসান হাবিব নাসিম।
এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হন আজাদ আবুল কালাম, ইকবাল বাবু ও তানিয়া আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদকের জন্য দুটি পদে নির্বাচিত হন রওনক হাসান এবং আনিসুর রহমান মিলন। এ ছাড়া বিভিন্ন পদে নির্বাচিত শিল্পীরা হলেন নূর এ আলম, মেরাজুল ইসলাম, প্রাণ রায়, রাশেদ মামুন, শামীমা ইসলাম তুষ্টি, সুজাত শিমুল, নাদিয়া আহমেদ, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, বন্যা মির্জা, মুনিরা বেগম মেমী, শামস সুমন, রাজীব সালেহী ও লুৎফর রহমান জর্জ।
অভিষেক অনুষ্ঠানের আগে নির্বাচিতরা গত ২৪ জুন শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান এবারের নির্বাচনের প্রধান কমিশনার খায়রুল আলম সবুজ।
রোমন রায়