ফের বাবা হলেন অর্জুন রামপাল। ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন প্রেমিকা গ্যাব্রিয়েলা। গতকালই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন গ্যাব্রিয়েলা। গ্যাব্রিয়েলার পাশে থাকতে মুম্বাইয়ের হাসপাতালে হাজির হন গ্যাব্রিয়েলার মা-বাবা।
এর আগে, একটি সাক্ষাত্কারে অর্জুন জানিয়েছিলেন, তার আফ্রিকান প্রেমিকাকে দুই মেয়েই ভালোবেসে আপন করে নিয়েছে। গ্যাব্রিয়েলাকে তারা পরিবারেরই একজন মনে করে থাকে। বাবার প্রেমিকার সন্তান জন্মদানের সময়ে হাসপাতালে থাকায় সেই কথার প্রমাণও দিলেন দুই মেয়ে। মেয়ের পাশে থাকতে হাসপাতালে হাজির হন গ্যাব্রিয়েলার মা-বাবাও।
এই বছরের এপ্রিলে সোশ্যাল মিডিয়ায় একটি দ্বৈত ছবি পোস্ট করে প্রেমিকা গ্যাব্রিয়েলার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর সবাইকে জানিয়েছিলেন অর্জুন। সেই ছবির ক্যাপশনে গ্যাব্রিয়েলাকে উদ্দেশ্য করে অভিনেতা লিখেন, তোমাকে পেয়ে আমি ধন্য; বেবির জন্য ধন্যবাদ বেবি।