যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাসুদ রানা উপন্যাস অবলম্বনে ‘এমআর ৯ : ডু অর ডাই’ চলচ্চিত্রটি। ২৫ আগস্ট ছবিটি দেশে ও দেশের বাইরে একযোগে মুক্তি পাচ্ছে। এবারই প্রথম বাংলাদেশের কোন চলচ্চিত্র একই সময় দেশে ও দেশের বাইরে মুক্তি পাওয়ার রেকর্ড গড়লো। আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব এই তথ্যটি জানান। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র আমেরিকা ও কানাডার ১৫০ এর বেশি থিয়েটারে একযোগে চলছে, এটা এতদিন এক অবিশ্বাস্য ঘটনার মতোই ছিল। তবে এখন এটা বাস্তব। অলিউল্লাহ সজীব তার ফেসবুক পোস্টে লিখেছেন, এর আগে আমরা কখনো ১০০ প্রেক্ষাগৃহের বেঞ্চমার্ক ছুঁতে পারিনি। ‘পাপ পুণ্য’ ছবিটি ৯১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর ৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হওয়া’। এবার ১০০ ছাড়িয়ে ১৫০ ও ছাড়িয়ে গেছে। ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ এই কারণে, এত বড় পরিসরে মুক্তির পরও এই তালিকায় নেই রিগ্যাল এর একটা থিয়েটারও। অথচ আমাদের সবগুলো ছবি মুক্তির সময় তাদের উল্লেখযোগ্যসংখ্যক থিয়েটার থাকেই। এবারও তাদের কাছে বেশ কিছু থিয়েটারের অনুরোধ ছিল। কিন্তু অনিবার্য কারণে তারা এ সপ্তাহে ‘এমআর নাইন: ডু অর ডাই’ চালাতে পারছে না। যদি পারতো, তাহলে থিয়েটারের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো, ভাবলে অবাক লাগে। তবে এখনও এমআর ৯ : ডু অর ডাই এর মোট থিয়েটার সংখ্যা বাড়ার সুযোগ আছে। কারণ, রিগ্যাল ২৫ আগস্ট না পারলেও ১ সেপ্টেম্বর থেকে ছবিটি চালাবে বলে জানিয়েছে। প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা, যা নিয়ে প্রকাশিত হয়েছে বহু বই এবং প্রতিটি সিরিজই পাঠকপ্রিয় হয়েছে। তারই একটি ‘ধ্বংস পাহাড়’, যা অবলম্বনে তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় এমআর ৯ : ডু অর ডাই ছবিটি। ছবিটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা। তিনি বলেন, এই স্ক্রিপ্ট ২০ বার ড্রাফট হওয়ার পরে নিজে থেকেই কাজী আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেছিলাম। পুরোটা শোনার সময় তিনি কোনো এক্সপ্রেশন দেননি। পরে তিনি তার সেবা প্রকাশনীর লোকদের ডেকে জানান, এর চেয়ে ভালো স্ক্রিপ্ট হতে পারতো না। সুতরাং তিনি এই স্ক্রিপ্টের বিষয়ে অবগত কি না, এতে কোনো সন্দেহ নেই। তার সম্মতি নিয়েই এটি করা। তিনি আমাদের পাশে না থাকলেও তার স্মৃতি থাকবে। ১৯৬৮ সালে সৃষ্ট ‘মাসুদ রানা’ চরিত্রটি আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। পর্দায় তা করেছেন এ বি এম সুমন। এর আগে এই অভিনেতাকে ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে দেখা গেছে। সেই ছবিতে তিনি সবার নজর কাড়েন।এমআর ৯: ডু অর ডাই ছবিটি পরিচালনা করেছেন আসিফ আকবার। তিনি জানান, বিশ্বব্যাপী ছয় মাস শুধু প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। এরপর ওটিটিতে রিলিজ হবে। ছবিতে আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস, আমেরিকান মডেল – অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ৮৩ কোটি টাকা ব্যায়ে এমআর ৯ : ডু অর ডাই ছবিটি তৈরি হয়েছে। ২৫ আগস্ট ছবিটি দেশে ও দেশের বাইরে একযোগে মুক্তি পাচ্ছে। মাসুদরানা চরিত্র প্রসঙ্গে এবিএম সুমন বলেন, এতো আনন্দ লাগছে যে, ভাষায় প্রকাশ করতে পারছি না। মাঝেমধ্যে ফ্রোজেন ফিল হচ্ছে। এতে হলিউড যুক্ত হওয়ায় আরও ভালো লাগছে, যেখানে আমি লিড রোলে আছি।
তুষার আদিত্য