জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা

শাহীন খান। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি’র বর্তমান মহাসচিব। বাংলাদেশের প্রায় মুখথুবড়ে পড়া চলচ্চিত্র শিল্প কে, আবারও দেদীপ্যমান করার আশার আলো যারা এখনো জাগিয়ে রেখেছে, অনুজ প্রতিম শাহীন তার অন্যতম একজন। প্রথম ছবিটি সে বানিয়েছিলো যৌথ পরিচালনায়। অপর পরিচালকের নাম সুমন। যৌথভাবে পরিচালকের নাম লিখা হতো শাহীন সুমন। সেই সূত্রে এই পরিচালক চলচ্চিত্র শিল্পে শাহীন সুমন হিসেবেই বেশি পরিচিত। শাহীন যখন প্রধান সহকারী পরিচালক, তখন থেকেই লক্ষ্য করেছি, ওর কথায়, কাজে একধরনের সৃষ্টিশীলতা বিদ্যমান। ছবি বানাতে গিয়েও তার ভেতর সেটা পরিলক্ষিত হয়েছে। “ইমাজিন” করার বিষয়টি, একজন পরিচালকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এটা বরাবরই রয়েছে অপেক্ষাকৃত তরুণ এই পরিচালকের মধ্যে। পাশাপাশি নিজের “ভিজুয়ালাইজেশন” কে বাস্তবায়ন করার কারিগরি দক্ষতাও রয়েছে শাহিনের। রয়েছে তার সাংগঠনিক দক্ষতাও। আজ ২৩ আগস্ট শাহীন খান এর জন্মদিন। শুভেচ্ছা ও ভালোবাসা তার প্রতি।

মুজতবা সউদ