শিশু সংগঠক, লেখক ও সাবেক সাংসদ পান্না কায়সার’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী, শিশু সংগঠক, লেখক ও সাবেক সাংসদ পান্না কায়সার ৪ আগষ্ট (২০২৩), সকাল আনুমানিক ১১ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন। ১৯৫০ সালের ২৫ মে তিনি জন্মগ্রহণ করেন। তার নাম ছিলো সাইফুন্নাহার চৌধুরী, ডাক নাম পান্না। ১৯৬৯ সালে শহীদুল্লাহ কায়সারের সঙ্গে বিয়ের পর, তিনি পান্না কায়সার নামেই পরিচিত ছিলেন। শিশু কিশোরদের সংগঠন খেলাঘরের সঙ্গে আজীবন সক্রিয় ছিলেন পান্না কায়সার। ১৯৭৩ সাল থেকে ছিলেন প্রেসিডিয়াম সদস্য। ১৯৯০ সাল থেকে ছিলেন এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্বেও। তাঁর লেখা গ্রন্থের মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধ: আগে ও পরে (১৯৯১), মুক্তি (১৯৯২), নীলিমায় নীল (১৯৯২), হৃদয়ে বাংলাদেশ (১৯৯৩), মানুষ (১৯৯৪), অন্য কোনখানে (১৯৯৪), তুমি কি কেবলি ছবি (১৯৯৪), রাসেলের যুদ্ধযাত্রা (১৯৯৪), দাঁড়িয়ে আছ গানের ওপারে (১৯৯৪), আমি (১৯৯৪), না পান্না না চুনি (১৯৯৫), অন্য রকম ভালোবাসা (১৯৯৫), সুখ (১৯৯৫) ইত্যাদি। পান্না কায়সার ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করেন এবং বেহেশত নসীব করেন।

মুজতবা সউদ