ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। একটা সময় নিয়মিত চলচ্চিত্রে দেখা গেলেও এখন স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নৃত্যে পারদর্শী রেসি জাতীয় শিশু প্রতিযোগিতায় ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন। এবার এই প্রতিযোগিতায় বিচারকের আসনে বসলেন তিনি। সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে মুন্সিগঞ্জ জেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন এই নায়িকা। এছাড়া বিচারক হিসাবে ছিলেন নৃত্য পরিচালক এম আর ওয়াসেক, নৃত্য শিল্পী সুমাইয়া আনিকা। চলচ্চিত্র ক্যারিয়ারে রেসি ৫০টির মতো সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ উল্লেখ্যযোগ্য।রেসি অভিনীত সর্বশেষ ‘শূন্য’ সিনেমা মুক্তি পায়। তার অভিনীত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল ইসলাম রাকিব।
মোহাম্মদ তারেক