পূর্নিমা। নায়িকা, উপস্থাপিকা এবং মডেল। সব খানেই তিনি জনপ্রিয়। তার উপস্থাপনায় যে সাবলীলতা পরিলক্ষিত হয় তা বাংলাদেশের খুব কম নায়িকারই রয়েছে। ভালো অভিনয় শিল্পী হিসেবেও প্রসংশিত হয়ে থাকেন তিনি। প্রথম সারির নায়িকা হয়েও “ইত্যাদি” অনুষ্ঠানে গায়ক, রিক্সাচালক আকবরের গানের সঙ্গে অভিনয় করে, দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন। যেন প্রমাণ করে দেন, তিনি কেবল ভালো শিল্পীই নন, একজন বড়ো মাপের মানুষও। শ্রেষ্ঠ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। পুরো নাম দিলারা হানিফ পূর্নিমা। আজ ১১ জুলাই তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা পূর্নিমাকে।
মুজতবা সউদ
