ঢাকার চলচ্চিত্রের সুন্দরী – গ্ল্যামারাস উঠতি তারকা মৌ খান। তার অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ ছবিটি ৯ জুন ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে। এটি পরিচালনা গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন ডিপজল। তিনি বলেন, ছবিটি মুক্তির প্রাক্কালে আমার ভীষণ ভালো লাগা কাজ করছে। প্রথমবারের মতো মনতাজুর রহমান আকবরের মতো বড় মাপের গুণী নির্মাতা ও অভিনেতা ডিপজলের সঙ্গে কাজ করেছি। এটি সত্যিই অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এমন একটি ছবির নায়িকা হতে পেরে নিজেকে অনেকটাই ভাগ্যবতী মনে করছি। এটি সামাজিক ঘরানার ছবি। পরিবার নিয়ে দেখার মতো এই ছবিটি ভালো যাবে বলে আমি আশা করছি। ছবিতে আপনার নায়কের সঙ্গে পর্দার রসায়ন কেমন দেখা যাবে ? এমন প্রশ্নের উত্তরে চটপটে মৌ খান বলেন, ডিপজল একজন ভিন্ন মাপের অভিনেতা, অন্যদের থেকে আলাদা। তার মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। কাজ করতে গিয়ে আমাদের রসায়ন খুব ভালো ছিল। আশা করি দর্শকরা এই রসায়ন খুব উপভোগ করবেন। ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে মৌ খান বলেন, তারকা বহুল এই ছবিতে কাজের অভিজ্ঞতা দারুণ ছিল। শুটিংয়ের দিনগুলো খুবই মজার সাথে কেটেছে। তবে ছবিটিতে অভিনয়ের কিছু কিছু জায়গা চ্যালেঞ্জিং ছিল। পারিবারিক ড্রামার সাথে মারপিটের দৃশ্যেও অভিনয় করতে হয়েছে। আমার অভিনীত চরিত্রের কিছু বিষয় এমন ছিল, যা বাস্তবে কখনো আমি ফেস করিনি। যেমন স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়া, যা মারামারি পর্যায়ে চলে যায়। এছাড়া কিছু অ্যাকশান দৃশ্যও ছিল। এর বাইরে যেসব পারিবারিক দৃশ্য ছিল, সেগুলোতে অভিনয় করাটা উপভোগ করেছি। কথায় কথায় নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল মৌ খান জানান, নিজের ফিল্ম ক্যারিয়ার নিয়ে তিনি দারুন আশাবাদী। এই প্রসঙ্গে আগামীর এই তারকা বলেন, ফিল্মে আমার ভবিষ্যৎ নিয়ে আমি তো খুবই আশাবাদী। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ভালোই চলছে। ছবি মুক্তির সংখ্যা বাড়ছে, দর্শক হলমুখী হচ্ছে – সব মিলিয়ে কিন্তু একটা পজিটিভ ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এটাও সত্য যে কিছু সংকট রয়েছে। তবে আশা রাখি, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে। তবে এক্ষেত্রে আমাদের কাজের প্রতিও ফোকাস করা উচিত। ভালো ভালো নির্মাণ হলে চলচ্চিত্র নতুন করে এগিয়ে যাবে। তাই বলতে পারেন আমি এক্ষেত্রে অনেকটাই আশাবাদী। মৌ খান বর্তমানে মো. আসলামের ‘তবুও প্রেম দামি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, সম্প্রতি এই ছবির ড্রামা সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছেন। শীঘ্রি গানের শুটিং করবেন। এছাড়া সবকিছু ঠিকঠাক থাকলে ডিপজল এর প্রোডাকশনের নতুন আরও কয়েকটি ছবিতে তার অভিনয় করার পরিকল্পনা রয়েছে। চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে একটি ছবি সম্প্রতি সাইন করেছেন। দ্রুতই সেই ছবির শুটিং শুরু হবে। নিজের অভিনীত দ্বিতীয় মুক্তি পাওয়া যেমন জামাই তেমন বউ ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন কিনা জানতে চাইলে মৌ খান বলেন, অবশ্যই হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখার ইচ্ছে রয়েছে। আমার নতুন ছবি নিয়ে দর্শকদের অনুভূতি খুব কাছ থেকে দেখতে চাই। সেক্ষেত্রে হল ভিজিটে যাওয়া হবে। এছাড়া পরিবার নিয়ে এটি দেখবো।
তুষার আদিত্য
