চলচ্চিত্র নির্মাতা ড. মতিন রহমানের জন্মদিনে শুভেচ্ছা

ড. মতিন রহমান। শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্র বিষয়ে, যে কজন পিএইচডি করা নির্মাতা রয়েছেন তাঁদের একজন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের প্রধান। গ্রাজুয়েশন করেছেন শান্তাহারে। সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ঢাকায়। প্রয়াত পরিচালক আলমগীর কবিরের ঢাকা ফিল্ম ইন্সটিটিউটে পড়াশোনাও করেছেন। পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন মতিন রহমান। ১৯৮২ সালে “লাল কাজল” ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষিক্ত হন। এরপর প্রায় দুই ডজন ছবি নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। আবার তাঁর পরিচালিত বেশির ভাগ ছবিই পেয়েছে ব্যবসায়িক সাফল্য। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও বেশ কটি পুরস্কার ও সম্মাননা। মৃদুভাষী, সজ্জন এই মানুষটি সব সময় কথা বলেন হাসিমুখে। দেখলেই এগিয়ে আসেন এবং আমার ও পরিবারের সবার কুশল জিজ্ঞেস করেন। কারো বিপক্ষে কখনো কথা বলতে শুনেছি বলে মনে হয়না। জড়ান না চলচ্চিত্রের ঘরোয়া রাজনীতিতে। মোদ্দা কথা গোটা চলচ্চিত্র শিল্পে ভালো মানুষদের একজন হিসেবে বিবেচিত মতিন রহমান। উনার ফেইসবুকে আপলোড করা তথ্য অনুযায়ী ৩০ মে তাঁর জন্মদিন (তবে গুগলে থাকা তথ্যে উনার জন্মদিন লেখা আছে ১৮ মার্চ)। শুভেচ্ছা তো আমি যে কোনদিন, সকাল, বিকেল কিংবা রাত্রে জানাতেই পারি। আজও না হয় জানিয়ে দেই। শুভেচ্ছা মতিন ভাই। ভালো থাকুন, সুস্থ থাকুন জীবনের প্রতিটি বছর।

মুজতবা সউদ