বাংলাদেশ”র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হল গতকাল ৩১ মে। রাজধানীর ইস্কাটনে রেড অর্কিড রেস্টুরেন্টে সাংবাদিক নেতা, শোবিজ জগতের মানুষ এবং বিনোদন সাংবাদিকরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে সাম্প্রতিক সময়ে প্রয়াত বিনোদন সাংবাদিক এবং প্রয়াত শোবিজ তারকাদের জন্যে দোয়া কামনা করা হয়।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া। ডিআরইউ এর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বর্তমান ডিআরইউএর সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, মুফদি আহমেদ, বাংলাদেশ বুলেটিন এর সম্পাদক মাহমুদ আল ফয়সাল, বাচসাসের সাবেক সভাপতি মো রফিকুজ্জামান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জনপ্রিয় চিত্রতরকা ওমর সানী, অমিত হাসান, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলীমুল্লাহ খোকন ও অভিনেত্রী দিলারা।
অনুষ্ঠানে শোবিজ জগতের মানুষের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা, দিলারা, রঞ্জিতা, পলি, নাহিদা আশরাফ আন্না, অভিনেতা সাগর সিদ্দিকী, মিষ্টি মারিয়া, অধরা খান, গায়িকা তানজিনা রুমা, গায়ক রাফাত, লেখিকা দেবী গাফফার, বিনোদন বিচিত্রা সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল খোকন, বাচসাসের সাবেক সহসভাপতি লিটন এরশাদ, বাচসাসের সাবেক সহ সভাপতি শপথ চৌধুরী, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, আব্দুস সামাদ খোকন, সিবি জামান, ফ্যাশান ডিজাইনার আনিসুজ্জামান, প্রযোজক ফরমান আলী, শামসুল আলম, স্থির চিত্রগ্রাহক জাকির হোসেন, সিনিয়র বিনোদন সাংবাদিক মুজতবা সউদ, তুষার আদিত্য, সৈকত সালাহউদ্দিন, নাগরিক টেলিভিশনের হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বাবু, মৃণাল কান্তি দাশ, সুমন পারভেজ, রুহুল সাখওয়াত, কামরুজ্জামান মিলুসহ এক ঝাঁক বিনোদন সাংবাদিক।
তুষার আদিত্য