ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। দেশের প্রেক্ষাগৃহে ২৬ মে মুক্তি পেয়েছে তার অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ইতোমধ্যেই সিনেমাটি দেখতে ফ্যামিলি নিয়ে প্রেক্ষাগৃহে গিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ৩১ মে থেকে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে। আর তাইতো পুত্র রাজ্যকে নিয়ে নিজের অভিনীত সিনেমা ‘মা’ দেখবেন সবার সঙ্গে। বসুন্ধরা সিনেপ্লেক্স-এ সন্ধ্যা সাড়ে ৬ টায় সিনেমাটি দেখবেন পরী। বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, মুক্তির পরপরই সিনেমাটি দেখতে গিয়েছিলাম। তবে পুরো সিনেমা দেখা হয়নি। আজ পুরো সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখে শেষ করব। সঙ্গে আমার ছেলে রাজ্য থাকবে।
মোহাম্মদ তারেক
