আমি চিরতরে দূরে চোলে যাবো, তবু আমারে দেবোনা ভুলিতে

“আমি চিরতরে দূরে চোলে যাবো, তবু আমারে দেবোনা ভুলিতে”, যেমন বলেছেন, তেমনটাই হয়েছে। দেহ ছেড়ে গেলেও, ভুলতে দেননি তাঁকে। নাম লেখার প্রয়োজন পড়ে না। লিখতে হয়না বিদ্রোহী কবি। বলতে হয়না আমাদের জাতীয় কবি। ছবি কিংবা তুলির কয়েকটি আঁচড়েই বাংলা ভাষাভাষী মানুষ চিনে যায় তাঁকে। সবারই জানা রয়েছে তাঁর জীবনের বিস্তারিত ইতিহাস। কেবল বাংলা ভাষাভাষী মানুষই নয়, গোটা উপমহাদেশ জানে বাংলার এই কবিকে। আজ ১১ জৈষ্ঠ্য। তাঁর জন্মদিন। তবে কেবল জন্মদিনেই নয়, বছরের প্রতিটি দিনই স্মরণে চলে আসেন এই কবি। বাংলা ১৩০৬ সালের এই দিনে (ইংরেজি ১৮৯৯ সালের ২৫ মে) অবিভক্ত বঙ্গের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ভালোবাসা, শুভেচ্ছা, আর শ্রদ্ধা, শ্রদ্ধা এবং শ্রদ্ধা।

মুজতবা সউদ