নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। বীর মুক্তিযো*দ্ধা। ১৯৭১ সালে মহান মুক্তিযু*দ্ধে, মাত্র ২১ বছর বয়সেই তিনি ঢাকার গে*রিলা ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের নাটক, শিল্প, সংস্কৃতি বা চলচ্চিত্র অঙ্গনে এই নামটি উচ্চারণই যথেষ্ট। এমনকি দেশের রাজনীতি বা আর্থ সামাজিক ক্ষেত্রেও। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে আধুনিক নাট্য আন্দোলনে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব। তাঁর প্রতিষ্ঠিত ‘ঢাকা থিয়েটার’ উপহার দিয়েছে অনেক শিল্পী কুশলী। চলচ্চিত্র নির্মানেও রেখেছেন ভিন্নতার ছাপ, যা ঋদ্ধ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পেয়েছেন একুশে পদক। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার। এছাড়াও অনেক অনেক পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই বীর মুক্তিযো*দ্ধা। ১৯৫০ সালের ১৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহন করেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। শুভেচ্ছা বাচ্চু ভাই।
মুজতবা সউদ