স্বপ্নের ফেরিওয়ালার সঙ্গী জান্নাত আফরিন

তরুণ প্রজন্মের গ্ল্যামারাস নাটক – চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জান্নাত আফরীন এবার সঙ্গী হলেন স্বপ্নের ফেরিওয়ালা’র। এই সুন্দরীকে স্বপ্নের ফেরিওয়ালা’র সঙ্গে যুক্ত করেছেন চিত্রনির্মাতা সায়মন তারিক। গেলো ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জান্নাত আফরীন স্বপ্নের ফেরিওয়ালা’র সঙ্গী হয়েছেন বলে জানান। ওই দিন একটি গান রেকর্ডিংয়ের মাধ্যমে স্বপ্নের ফেরিওয়ালা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জান্নাত আফরীন জানান, স্বপ্নের ফেরিওয়ালা তার অভিনীত তৃতীয় চলচ্চিত্র। এই ছবির প্রধান নায়িকা চরিত্রে তিনি অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন সায়মন তারিক। পরিচালক সায়মন তারিক জানান, অকাল প্রয়াত চিত্রতারকা সালমান শাহ ও শাকিব খান ভক্তদের নিয়ে নির্মাণ হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা ছবিটি। আর গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবিটির নির্মাণ কাজ শুরু হলো। তিনি আরও জানান, ছবিটি যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে। ছবিতে বাংলাদেশ থেকে জান্নাত আফরীন ছাড়া আরও অভিনয় করবেন আফফান মিতুল, শাওন আশরাফ, তানিয়া তাসকিন স্বপ্না, স্বরনী শাহনাজ, আহমেদ সাব্বির রোমিও, ফিরোজ আলম, প্রমুখ। রনি ফিল্মস ইন্টারন‍্যাশনাল এর পরিবেশনায় মোঃ চাঁন মিয়া প্রযোজিত স্বপ্নের ফেরিওয়ালা ছবির চিত্রগ্রাহক হিসেবে আছেন মনির হোসেন। সংগীত পরিচালনা‌য় আনোয়ার শিকদার টিটন। মহরতে যে গানটি রেকর্ডিং করা হয়েছে সেটির গীতিকার মোঃ মিজানুর রহমান। গানে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী, সুজন আনসারী ও মিতা মল্লিক। ছবিটি নিয়ে জান্নাত আফরীন জানান, ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যু দিবসে মুক্তির লক্ষ্য নিয়ে স্বপ্নের ফেরিওয়ালা ছবিটি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির চিত্রগ্রহণ করা হবে।

তুষার আদিত্য