কুমার বিশ্বজিৎ এর ছেলে নিবিড় কুমার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন কানাডার টরোন্টোর এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনো শঙ্কাজনক বলে জানা গেছে। এই দুর্ঘটনায় সেখানে বসবাসরত আরও তিন শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত নিহত হয়েছেন। ঘটনার খবর পেয়েই কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা কানাডা গেছেন। জানা গেছে, ঘটনার দিন স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে দ্রুত গতিতে চলমান এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সংগে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং কয়েকবার উল্টে আগুন ধরে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করলেও দুজন শিক্ষার্থী নিহত হয়। অপর দুজনকে হাসপাতালে নেয়ার পর একজন মৃত্যু বরণ করে। আইসিইউতে শঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নিবিড় কুমারের দেহে জরুরী অস্ত্রোপচার করার কথা। সর্বশেষ জানাগেছে নিবিড় এর শারীরিক অবস্থা উন্নতির দিকে। প্রার্থনা করি মহান আল্লাহ যেন নিবিড় কুমারকে সুস্থ হবার তাওফিক দান করেন।
মুজতবা সউদ
