আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সামাজিক ও পারিবারিক গল্পের চলচ্চিত্র ‘কথা দিলাম’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বিডি২৯মাল্টিমিডিয়া নিবেদিত জসিম উদ্দিন আকাশ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। জসিম উদ্দিন আকাশের গল্পে এই ছবির সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নতুন বছরে এটিই হতে যাচ্ছে কেয়ার প্রথম ছবি। ছবিটি নিয়ে বলেন, আমার চরিত্রটি বেশ বৈশিষ্ট্যমন্ডিত এবং চরিত্রটির প্রাণ প্রতিষ্ঠায় যথেষ্ট শ্রম দিতে হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এটি ভিন্ন স্বাদের একটি গল্প। দর্শকদের পছন্দ হবে। পরিচালক রাকিব বলেন, একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এই ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এমন ছবি তেমন একটা নির্মাণ হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে ছবিটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। কাহিনীকার, গীতিকার ও প্রযোজক জসিম উদ্দিন আকাশ বলেন, এটি আমার প্রযোজিত প্রথম ছবি। এর আগে দর্শক – শ্রোতা আমার লেখা অসংখ্য গান দেখেছে। প্রথম ছবি হলেও আশা করছি, দর্শক নিরাশ হবেন না। সামাজিক ও পারিবারিক গল্পে ছবিটি নির্মিত হয়েছে। সবাইকে প্রেক্ষাগৃহে এসে এটি দেখার অনুরোধ রইল। ছবিটি মুক্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এই সময় আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকন, অভিনেতা সিদ্দিকুর রহমান, কণ্ঠশিল্পী কাজী শুভ, মোহাম্মদ মিলন, অয়ন চাকলাদার ও ছবি সংশ্লিষ্টরা। ছবিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, জামশেদ, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ। ছবিতে মোট গান রয়েছে। সবগুলো গানই লিখেছেন জসিম উদ্দিন আকাশ। গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তি রক্ষিত দাস।
তুষার আদিত্য