রাফি’র সুড়ঙ্গ চলচ্চিত্রে নিশো ও তমা মির্জা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ঢালিউড তারকা তমা মির্জা এবার সুড়ঙ্গে ঢুকছেন। এই সুড়ঙ্গ হলো তরুণ পরিচালক রায়হান রাফি’র। পরাণ খ্যাত এই নির্মাতা সুড়ঙ্গ নামের একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর তাতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন সুন্দরী ও জনপ্রিয় তারকা তমা মির্জা। এই ছবিতে তমার বিপরীতে চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ছোটপর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশো’র। নির্মাতা রায়হান রাফি নিজের নতুন ছবি ‘সুড়ঙ্গ’ প্রসঙ্গে বলেন, আমার আরেকটা বড় ও স্বপ্নের কাজ হতে যাচ্ছে এই ছবিটি। এটির গল্প আমি বেশ আগেই ভেবেছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠানকে আমি শুরু থেকেই বলেছি, সুড়ঙ্গ বড়পর্দার জন্যই আমি বানাতে চাই। ধীরে ধীরে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হলেন শাহরিয়ার শাকিল। নিশো ভাইকে বছরখানেক আগে আমি গল্পটা শুনিয়েছিলাম। উনি শুনে পছন্দ করেন। সেই সঙ্গে যুক্ত হলো তমা মির্জা। কাজটা নিয়ে এখন আমরা পরিকল্পনা করছি, শীঘ্রি এর শুটিং শুরু হবে। ‘সুড়ঙ্গ’ নিয়ে তমা মির্জা বলেন, করোনার পরে আবার বড়পর্দার জন্য কাজ করতে যাওয়াটা আনন্দের। সেই সঙ্গে আমার সব থেকে কাছের মানুষ ও বন্ধু রাফি’র সঙ্গে কাজ করতে যাওয়াটাও আমার প্রাপ্তি। আমি এক্সাইটেডও এটা নিয়ে। নিশো ভাইয়ের প্রথম ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আলাদা একটা ভালো লাগা কাজ করবে আশা করছি। তমা আরও বলেন, পুরো ব্যাপারটা দারুন একটা প্যাকেজ হতে যাচ্ছে। দর্শকের অনেক ভালো লাগবে। দর্শক আবার হলে আসবে। এই মুভিটা আমাদের সবার জন্য একটা টার্নিং পয়েন্ট হবে ইনশাল্লাহ।

তুষার আদিত্য